• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

বাংলাদেশ থামলো ৩২৪ রানে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে ৯ রান যোগ করতেই শেষ ২ উইকেট হারিয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৩২৪ রানে।

দিনের পঞ্চম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসে চার বলের মধ্যে নাঈম হাসান ও মুস্তাফিজুর রহমানের উইকেট তুলে নেন জোমেল ওয়ারিকান। বাঁহাতি স্পিনারের প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন অভিষিক্ত নাঈম। ৭৪ বলে ২ চারে ২৬ রান করেন তিনি।

পরের বলে মুস্তাফিজকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে যান মুস্তাফিজ। এক বল পর আবার এলবিডব্লিউয়ের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। এবার আর রিভিউ নিয়েও রক্ষা হয়নি মুস্তাফিজের। ৬৮ বলে ৪ চার ও এক ছক্কায় ক্যারিয়ার সেরা ৩৯ রানে অপরাজিত ছিলেন তাইজুল।

৪টি করে উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ারিকান ও শ্যানন গ্যাব্রিয়েল। কেমার রোচ ও দেবেন্দ্র বিশু পেয়েছেন একটি করে উইকেট।