• রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৯ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

দিনের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফিরে গেছেন। গ্যাব্রিয়েলের বলে পরিষ্কার বোল্ড হন তিনি।

শনিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু হয়।

আগের দিনের ৫ উইকেটে ৫৫ রান নিয়ে ব্যাট করতে নামেন দ্বিতীয় দিনে অপরাজিত থাকা মিরাজ (০) ও মুশফিকুর রহিম (১১) । দলীয় স্কোর বোর্ডে ১৪ রান যোগ করতেই সাজঘরে ফিরে গেলেন মুশি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৬৯ রান করেছে বাংলাদেশ। ফলে ১৪৭ রানে এগিয়ে স্বাগতিকরা। মাহমুদউল্লাহ ও মিরাজ ক্রিজে রয়েছেন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৪৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ফলে ৭৮ রানের লিড পায় টাইগাররা। সফরকারীদের সামনে বড় টার্গেট ছুঁড়ে দিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু মোটেই সুবিধা করতে পারেনি।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশও পেয়েছে ক্যারিবিয়ান স্পিনের আঁচ। মাত্র ১৭ ওভার ব্যাট করে হারায় ৫ উইকেট। রান তুলে মাত্র ৫৫।