• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

সাকিব নন, মাহমুদউল্লাহকে অধিনায়ক বেছে নিল খুলনা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০  

সাকিব আল হাসান আবার মাহমুদউল্লাহ রিয়াদও-একই দলে দুই বড় তারকা। জেমকন খুলনার অধিনায়ক কে হবেন? সেটি নিয়ে দর্শকদের আগ্রহ উদ্দীপনার কমতি ছিল না। অনেকেই ভেবেছিলেন, অভিজ্ঞতার বিচারে সাকিবকেই হয়তো বেছে নেবে খুলনা।

তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টের জন্য সাকিবকে নয়, মাহমুদউল্লাহকে অধিনায়ক নির্বাচিত করেছে খুলনা। খুলনা টাইটান্সের অফিসিয়াল পেজে এই ঘোষণা দেয়া হয়েছে। প্রসঙ্গত, জেমকন খুলনা আর খুলনা টাইটান্সের ফ্র্যাঞ্চাইজি একই মালিকের।

প্লেয়ার্স ড্রাফট থেকে সর্বপ্রথম ‘এ’ ক্যাটাগরিতে থাকা সাকিবকে দলে ভিড়িয়েছিল জেমকন খুলনা। এরপর তারা মাহমুদউল্লাহকে নেয়। যেহেতু সাকিব প্রথম পছন্দ ছিলেন, তাই তারই অধিনায়ক হওয়ার সম্ভাবনা বেশি ছিল।

কিন্তু জেমকন খুলনা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে মাহমুদউল্লাহকে তাদের দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। অধিনায়কত্ব পেয়ে ভীষণ রোমাঞ্চিত মাহমুদউল্লাহ।

সংবাদমাধ্যমকে পাঠানো জেমকন খুলনার প্রেস বিজ্ঞপ্তিতে মাহমুদউল্লাহ বলেছেন, ‘গতকাল আমি কোভিড-১৯ নেগেটিভ হয়েছি। মাঠে দ্রুত ফিরতে মুখিয়ে রয়েছি। আমার ওপর আস্থা রেখেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার নেতৃত্ব দেয়ার সুযোগ দেয়ায় আমি দলের মালিক কাজী এনাম আহমেদ এবং টিম ম্যানেজম্যান্টকে ধন্যবাদ জানাতে চাই।’

তিনি আরও বলেন, ‘জেমকনের সঙ্গে আমি জড়িয়ে আছি দীর্ঘদিন ধরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে আমি তিন বছর খুলনা টাইটান্সের হয়ে খেলেছি। তাই এই দলে ফেরাটা সবসময়ই ভালো লাগার। আমি এটাকে নিজের ঘর মনে করি।

জেমকন খুলনা স্কোয়াড: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, আল আমিন, এনামুল হক বিজয়, শামীম পটোয়ারী, আরিফুল হক,শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহুরুল ইসলাম অমি।