• রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৯ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে স্কুলে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

এসএসসি’র নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জেরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসময় বিদ্যালয় প্রাঙ্গণে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ করা হয় এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুল কাশেমকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার চর ফকিরা ইউনিয়নের কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম জানান, এসএসসি নির্বাচনী পরীক্ষায় ১৭১ জন পরীক্ষার্থী অংশ নেয় । এতে ১১৬জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফলাফল বিবেচনায় ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফরম পূরণ অনুত্তীর্ণ শিক্ষার্থীরা ব্যর্থ হয়ে বিদ্যালয়ে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে। আমাকে প্রাণনাশের হুমকি দেয়।

এসময় অনুত্তীর্ণ ছাত্ররা কিছু বহিরাগতসহ বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষক ও ইংরেজি শিক্ষকের সাথে অসদাচরণ করে এবং বিদ্যালয়ের কক্ষ ভাংচুর করার চেষ্টা করে। এতে বিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে  পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজমুল হক নাজিম জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।