• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

শিক্ষা ব্যবস্থায় করোনার প্রভাব, এক কোটি শিশু ফিরবে না স্কুলে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ জুলাই ২০২০  

করোনাভাইরাস সংক্রমণের আগেই বিশ্ব জুড়ে স্কুলে না যাওয়ার তালিকায় ছিল কয়েক কোটি শিশু। এ সংখ্যা আরো বাড়বে বলে সম্প্রতি আশঙ্কা প্রকাশ করলো যুক্তরাজ্যের সংগঠন সেভ দ্য চিলড্রেন।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে’র সূত্র অনুসারে, সেভ দ্য চিলড্রেনের মতে, করোনাভাইরাসের ফলে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব জরুরি অবস্থা আসতে চলেছে। করোনা পরিস্থিতি সামলাতে বিশ্বের গরিব দেশগুলো শিক্ষাখাতে খরচ কমাবে। আর সেই অর্থ খরচ করা হবে অন্যান্য খাতে। তার ফলে প্রায় ৯৭ লাখ শিশু আর কখনো স্কুলের মুখ দেখবে না।

সেভ দ্য চিলড্রেনের দাবি, বিশ্বের ১২টি দেশের অবস্থা সবচেয়ে খারাপ। বাকি গরিব বা মাঝারি আয়ের দেশের অবস্থাও ভাল নয়। মানুষের ইতিহাসে এই প্রথম বিশ্বজুড়ে বাচ্চাদের পুরো প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় আঘাত লেগেছে। তাই সংগঠনের করা প্রতিবেদনের শিরোনাম হলো ‘আমাদের শিক্ষা বাঁচাও’।

সংগঠনটির হিসাব অনুযায়ী, যে ১২টি দেশের অবস্থা সব চেয়ে খারাপ, সেই তালিকায় আছে, পাকিস্তান, আফগানিস্তান, নাইজার, নাইজেরিয়া, সেনেগাল, আইভরি কোস্ট, ইয়েমেন, গিনি, মরিটেনিয়া, লাইবেরিয়া, চাদ।

সেভ দ্য চিলড্রেনের এই প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ২০২১-এর শেষ পর্যন্ত কম ও মাঝারি আয়ের দেশগুলো শিক্ষাখাতে সাত হাজার ৭০০ কোটি ডলার কাটছাঁট করবে। তার প্রভাব পড়বে প্রায় এক কোটি শিশুর ওপর। তাদের আর স্কুলে পড়া হবে না।

প্রতিবেদনটি আরো জানিয়েছে, নয় থেকে ১১ কোটি ৭০ লাখ শিশু আরো গরিব হয়ে যাবে। ফলে তারা আর স্কুলে থাকবে না। তারা বাধ্য হয়ে পরিবারকে সাহায্য করার জন্য কাজ করবে, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, বাচ্চাদের পড়াবার ক্ষমতা থাকবে না পরিবারগুলোর।

প্রতিবেদন অনুসারে, ছেলেদের থেকে মেয়েদের অবস্থা আরো খারাপ হতে পারে। লিঙ্গ বৈষম্য বাড়বে। আগে বিয়ে দেয়ার প্রবণতা বাড়বে। কম বয়সী মেয়েদের গর্ভবতী হওয়ার আশঙ্কাও থাকছে।