• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ধামরাইয়ে মহাষ্টমী স্নানোৎসব

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯  

ঢাকার ধামরাই উপজেলার ঋষিপাড়ায় বংশী নদীর পাড়ে মহাষ্টমীর গঙ্গাস্নান তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে।

 শনিবার (১৩ এপ্রিল) ভোর থেকে শুরু হওয়া স্নানোৎসব চলবে বিকেল ৪টা পর্যন্ত। এতে সকাল থেকেই পুণ্যার্থীর পদচারণায় মুখর হয়ে উঠে ঋষিপাড়ার বংশী নদীর পাড়।

চৈত্র মাসের অষ্টমী তিথিতে ধামরাই উপজেলার ঋষিপাড়ার বংশী নদীতে গঙ্গাস্নান করে পাপ থেকে মুক্তি লাভের আশায় প্রতি বছরই বিভিন্নস্থান থেকে সনাতন ধর্মাবলম্বীরা আসেন এখানে। পুণ্যার্থীরা গঙ্গাদেবীর চরণে আত্মসমর্পণ করে পূজার্চনা, প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পাপ মুক্তির বাসনায় গঙ্গাস্নান সমাপ্ত করেন। এছাড়া স্নানোৎসবে বাড়তি আনন্দ যোগাতে ধামরাই উপজেলার চৌহাট বাজারে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

পুরোহিত নরেশ চক্রবর্তী  জানান, কালীপূজার আনুষ্ঠানিকতার পর এখানকার সনাতন সম্প্রদায়ের মানুষ গঙ্গাস্নান করে থাকেন। প্রতিবছরের পহেলা চৈত্র এখানে স্নান হয়ে থাকে। তারা বিশ্বাস করে সময়ে এখানে স্নানের ফলে তাদের পাপগুলো মোচন হবে।

চৌহাট ইউনিয়ন চেয়ারম্যান প্রীতি আক্তার  বলেন, প্রতি বছরের ন্যায় এবার শান্তিপূর্ণভাবে স্নান উৎসব শেষ হয়েছে। আমাদের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও তিন দিনব্যাপী মেলা আয়োজন করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গঙ্গা স্নানোৎসবকে ঘিরে এলাকাজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার এরাতে আমরা সব সময় প্রস্তুত রয়েছি।