• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

গাজীপুর-টঙ্গীকে মাদকমুক্ত করার ঘোষণা জিএমপি কমিশনারের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯  

গাজীপুর ও টঙ্গীকে মাদক-সন্ত্রাস ও যানজটমুক্ত করার ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. আনোয়ার হোসেন তিনি বলেন, গাজীপুর ও টঙ্গী হবে মাদক সন্ত্রাস ও যানজটমুক্ত

গতকাল রোববার বিকালে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে আয়োজিত বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ৭ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি মুখ্য আলোচক ছিলেন টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক, পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন, গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন, পূবাইল থানার ওসি মো. নাজমুল হক ভূইয়া, টঙ্গী সমাজসেবা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মাদ আমান উল্লাহ, টঙ্গী থানা প্রেস ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা এম এম জালাল মাহমুদ, সরকার নজরুল ইসলাম বিপ্লব প্রমুখ

প্রধান অতিথির বক্তব্যে জিএমপি কমিশনার আরও বলেন, আমাদের সবাইকে ব্যক্তিগত স্বার্থ পরিহার করে জাতীয় স্বার্থে কাজ করতে হবে