• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

সখীপুরে বিদ্যালয় ভবন পরিত্যক্ত দোকানে চলছে পাঠদান!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯  

সখীপুরে বাজারে টিনের ঘর ভাড়া করে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান চলছে ঘটনাটি উপজেলার কৈয়ামধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে ফাটলসহ পলেস্তারা উঠে যাওয়ার বিষয়টি প্রায় এক বছর ধরে সংশ্লিষ্টদের জানালেও তারা কোনো ব্যবস্থা নেননি ফলে জীবনের ঝুঁকি নিয়েই বিদ্যালয়ের ছাদ বাঁশের সঙ্গে ঠেকা দিয়ে শিক্ষার্থীদের পাঠদান চলছিল

এমতাবস্থায় চলতি বছরের জানুয়ারিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়টিতে পরিদর্শনে গিয়ে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর বেকায়দায় পড়ে শিশু শিক্ষার্থীরা পাঠদানের কোনো জায়গা না পেয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বিদ্যালয়ের পাশের বাজারে দুইটি টিনের দোকান ঘর ভাড়া নিয়ে পাঠদান শুরু করেছেন শিক্ষার্থীদের কথা ভেবে দোকান মালিকরাও দোকান ছেড়ে দিয়েছেন দুইটি রুমের ভাড়া হিসেবে ওই শিক্ষক তার প্রতি মাসের বেতন থেকে ১ হাজার টাকা করে দিয়ে যাচ্ছেন

প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘বিদ্যালয় ভবনের ছাদ, পিলার ও বীম ফেটে গেছে আশঙ্কা এড়াতে বাঁশের খুঁটি দিয়ে ছাদ ঠেকা দিয়ে ক্লাস চলছিল মাঝে-মধ্যেই ক্লাস চলাকালীন সময়েও পলেস্তারা ভেঙে পড়তো বিষয়টি দীর্ঘদিন সংশ্লিষ্টদের জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি

উপজেলা শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাশ বলেন, ‘ওই বিদ্যালয়ের ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে

ইউএনও আমিনুর রহমান বলেন, ওই বিদ্যালয়ের ভবনটি পরত্যিক্ত ঘোষণা করা হয়েছে নতুন পাকা ভবন বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে সাময়িকভাবে ক্লাস চালানোর জন্য টিনের ঘর তৈরি বাবদ সংশ্লিষ্ট দপ্তর থেকে তিন লাখ টাকা বরাদ্দ এসেছে, কিন্তু ছাড় হয়নি