• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

চাঁদার দাবিতে হাতুড়িপেটা, ৩ জন গ্রেফতার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ মে ২০১৯  

সাভারে একদল চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে এক পরিবহন মালিককে চাঁদার দাবিতে হাতুড়িপেটা, চাঁদা আদায় সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর রাখার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে মামলা দায়ের করা হলে পুলিশ তিন চাঁদাবাজকে গ্রেফতার করে। আটককৃতদের নাম ইসমাইল হোসেন, আব্দুস সালাম রুবেল সাজ্জাদ আরিফ। গতকাল মঙ্গলবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সাভারের হেমায়েতপুর থেকে বিরুলিয়া রোডে চলাচলকারী পরিবহন ব্যবসায়ী আপেল মাহমুদের কাছে লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল গ্রেফতারকৃতসহ কয়েকজন।

আপেল মাহমুদ চাঁদা দিতে অস্বীকার করলে গত মে সন্ধ্যায় সাভার বাজার এলাকার একটি অফিসে তাকে জিম্মি করে সন্ত্রাসীরা। সেখানে রুবেল, সাজ্জাদ শামীম তাকে হাতুড়ি রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে সংবাদ পেয়ে আপেল মাহমুদের স্ত্রী ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা ৩টি একশত টাকার নন জুডিশিয়াল সাদা স্ট্যাম্পে জোরপূর্বক ওই ব্যবসায়ীর স্বাক্ষর নেয় এবং তার স্ত্রীর কাছ থেকে ৩৫ হাজার টাকা আদায় করে ছেড়ে দেয়।

 ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগ, তার স্বামীকে মারধর চাঁদাবাজির ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে সাধারণ ডয়েরি করে। পরে উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে তিনি ঢাকা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর দায়ের করেন।