• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

শিবালয়ে পালিত হলো জাতীয় কবির ১২০তম জন্মবার্ষিকী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ মে ২০১৯  

মানিকগঞ্জের শিবালয়ে জাতীয়ভাবে নানা কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নজরুল-চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ’ গতকাল শনিবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসন কবিপত্নী প্রমীলার জন্মস্থান তেওতায় নানা অনুষ্ঠানের আয়োজন করেন

 

সকালে কবিপত্নী প্রমীলার জন্মস্থান তেওতায় মানিকগঞ্জ জেলা প্রশাসন, শিবালয় উপজেলা প্রশাসনসহ স্থানীয় বিভিন্ন সংগঠন কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়া রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও গুনি কবি-সাহিত্যিকদের সন্মাননা প্রদান করা হয়

 

র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নজরুল প্রেমী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন

নজরুল-প্রমীলা মঞ্চে শিবালয় ইউএনও এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এসএম ফেরদৌস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও নজরুল গবেষক নিরঞ্জন অধিকারী, নজরুল ইন্সটিটিউট উপ-পরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, , মানিকগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কবি সালেহা ইসলাম, আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের গবেষণা সচিব কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, নজরুল-প্রমীলা পরিষদ ঢাকার সাধারণ সম্পাদক এমএ মোন্নাফ খান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল গবেষক ড. সুলতানা আক্তার, সহকারী কমিশনার ভূমি জাকির হোসেন, শিক্ষক অজয় কুমার চক্রবর্তী, সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, সাইফুল ইসলাম, নজরুল-প্রমীলার গবেষণা পরিষদের সভাপতি আতিকুর রহমান, তেওতা একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রমুখ