• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

সিংগাইরে জাতীয় স্মার্ট পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ মে ২০১৯  

সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে গতকাল রবিবার জাতীয় স্মার্ট পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস আয়োজিত বিকেল সাড়ে ৩ টারদিকে এ পরিচয়পত্র বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন যুগ্ম সচিব ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা নির্বাচন অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দ, উপজেলা নির্বাচন অফিসার মাহবুব রোমান চৌধুরী ও ধল্লা ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্যানুযায়ী, গত ২৩ এপ্রিল হতে এ উপজেলায় জাতীয় স্মার্ট পরিচয় পত্র বিতরণ শুরু হয়েছে। ইতিমধ্যে বায়রা, বলধারা, চান্দহর ও চারিগ্রাম ইউপিতে বিতরণ সম্পন্ন হয়েছে। ধল্লা ইউপিতে চলমান রয়েছে। আগামী ২১ জুলাই পর্যন্ত চলবে এ কার্যক্রম।