• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

মানিকগঞ্জে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ মে ২০১৯  

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং কবিপত্নী আশালতা সেন দোলনদেবী ওরফে প্রমিলা দেবীর স্মৃতি রক্ষার্থে কবিপত্নির জন্মভূমি মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে একটি বিশ্ববিদ্যালয় এবং নজরুল-প্রমীলা ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। কবির ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে তেওতা জমিদারবাড়ি প্রাঙ্গণে গত রবিবার বিকালে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব দাবি তোলেন তারা।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস এবং প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক নিরঞ্জন অধিকারী। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউটের উপ-পরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুলতানা আক্তার, নজরুল-প্রমীলা পরিষদের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক এম এ মোন্নাফ খান, তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রমুখ।

বক্তারা আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুলের শ্বশুরবাড়ি মানিকগঞ্জের তেওতা গ্রামে। পিতা বসন্ত কুমার সেনের মৃত্যুর পর কবিপত্নি প্রমিলা দেবী তার মা গিরিবালা দেবী’র সঙ্গে কুমিল্লায় ছোট চাচা ইন্দ্রকুমার সেনের বাসায় চলে যান এবং পরবর্তী সময়ে সেখানেই বসবাস করেন। কিন্তু ভুলবশত বিভিন্ন কাগজপত্রে কবিপত্নি প্রমিলা দেবীর বাড়ি কুমিল্লা অন্তর্ভুক্ত হয়েছে।