• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

জাবি ভিসিকে সাংবাদিকদের স্মারকলিপি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জুন ২০১৯  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্র-শৃঙ্খলা অধ্যাদেশে বিতর্কিত ২টি ধারা বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ক্যাম্পাসে কর্তব্যরত সাংবাদিকরা।

 

বৃহস্পতিবার (২৭জুন) বিকালে উপাচার্যের কার্যালয়ে তার পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন তার একান্ত সচিব সানোয়ার হোসেন।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাবি ছাত্র-শৃঙ্খলা অধ্যাদেশে সংযোজিত ৫(ঞ) ও ৫(থ) ধারায় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়েছে। এর ফলে অনুসন্ধানী সাংবাদিকতা বাধার সম্মুখীন হবে।

 

একইসঙ্গে ৫(থ) ধারা অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেকোনো শিক্ষার্থীকে ফাঁসানো ও বিচারের সম্মুখীন করার সুযোগ রয়েছে।

 

এ বিষয়ে জাবি সাংবাদিক সমিতির সভাপতি প্লাবন তারিক বলেন, ‘প্রশাসনের একটি মহল নিজেদের দুর্বলতা ও দুর্নীতি ঢাকার জন্য সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের মুখ চেপে ধরতে হীন চক্রান্ত করেছে। বিতর্কিত এ ধারা দুটি বাতিল না করলে আমরা এর বিরুদ্ধে বৃহৎ কর্মসূচিতে যেতে বাধ্য হবো।’

 

স্মারকলিপি জমা দেওয়ার সময় দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।