• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মানিকগঞ্জে কৃষিবান্ধব চুলা ‘আখা’ ব্যবহারকারীদের প্রশিক্ষণ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জুন ২০১৯  

মানিকগঞ্জে কৃষিবান্ধব চুলা আখা ব্যবহারকারীদের সক্ষমতা বৃদ্ধি নিয়ে প্রশিক্ষণ ও তাদের মাঝে  চুলা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে মানিকগঞ্জের শিবালয়ের দশচিড়া গ্রামে বেসরকারি সংস্থা খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, কেন্দ্রিয় অফিসের বায়োচার প্রজেক্টের টিম লিডার এম মাহবুবুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার কৃষ্ণ কুমার সিংহ প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বর্তমানে ১১৫টি পরিবার কৃষি বান্ধব চুলা ‘আখা’ ব্যবহার করছেন। ইতোমধ্যে ২ হাজার জন গৃহিণী ও কৃষক-কৃষাণীকে আখা ও বায়োচার সম্পর্কে সচেতন করা হয়েছে। এ পর্যন্ত ২শ ৩০ জন গৃহিণীকে আখা ব্যবহারের উপর ২’শ ৬৩ জন কৃষক-কৃষাণীকে বসতভিটায় সবজি চাষে ও একশত ২৭ জন কৃষককে বায়োচার ব্যবহার করে জৈব পদ্ধতিতে চাষাবাদে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বক্তারা আরও বলেন, কৃষি বান্ধব চুলা আখায় ধোঁয়া কম হয়, কার্বন নিঃসরণ না করে তা বায়োচারে ধরে রাখে। জ্বালানি কম লাগে, সময়ও কম লাগে। , রান্না বসিয়ে অন্য কাজ করা যায় এবং রান্না শেষে বায়োচার পাওয়া যায়। যা এই বায়োচার জমিতে ব্যবহার করে জমির উর্বরতার পাশাপাশি ফলনও বৃদ্ধি পায়।

এদিকে অনুষ্ঠানে শতাধিক কৃষি বান্ধব চুলা আখা ব্যবহারকারীকে প্রশিক্ষণ ও ২০ জন নতুন গৃহিণীকে বিনামূল্যে আখা বিতরণ করা হয়।