• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

সখীপুরে ফিলিং স্টেশনে দস্যুতা -গ্রেপ্তার ১

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ জুলাই ২০১৯  

টাঙ্গাইলের সখীপুরে ফিলিং স্টেশনে দস্যুতার ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ মনসুর মিয়া (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে বোয়ালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার মনসুরকে পাঁচদিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া মনসুর বোয়ালী গ্রামের মর্তুজ আলীর ছেলে।

গত শনিবার রাত পৌনে চারটার দিকে সখীপুর-ঢাকা সড়কের বোয়ালী এলাকায় স্থাপিত মেসার্স সখীপুর ফিলিং স্টেশনে দস্যুতার ঘটনা ঘটে। এ সময় চারজনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে ফিলিং স্টেশনের তিনজনকে বেধে মারধর করে ক্যাশ বাক্সের তালা ভেঙে চার লাখ ৩২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।  

এ ব্যাপারে গত রোববার দুপুরে ওই ফিলিং স্টেশনের মালিক সালাউদ্দিন রাজু বাদী হয়ে সখীপুর থানায় চারজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, মনসুরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। সোমবার রাতে মনসুর পুলিশের কাছে দস্যুতার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, চারজনে মিলে ডাকাতি হয় না। এটা ছিল দস্যুতা।