• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

স্কুলের তালা কেটে নগদ টাকা লুট

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯  

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকায় মঙ্গলবার রাতে কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে ভিতরে ঢুকে স্টিলের তালা কেটে নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে

বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষকের অফিস কক্ষের তালা কেটে ভেতরে ডুকে স্টিলের আলমারীর  তালা ভেঙ্গে নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা

প্রতিদিনের মত স্কুলে ক্লাশ শেষ করে তালা লাগিয়ে চলে যান প্রধান শিক্ষক ওই স্কুলে মঙ্গলবার রাতের কোন এক সময় কেবা কাহারা স্কুলের তালা কেটে অফিস কক্ষে ডুকে নগদ ৮/১০হাজার টাকা এবং স্কুলের কাগজপত্র লুট করে নিয়ে যায়

বুধবার সকালে স্কুলে এসে দেখেন অফিস কক্ষের তালা কাটা পরে ভেতরে ঢুকে দেখেন আলমারী খোলা ভেতরে থাকা স্কুল ফান্ডের নগদ ৮/১০হাজার টাকা ও কাগজ পত্র লুট হয়েছে এঘটনায় কালিয়াকৈর থানায় সাধারণ ডাইরি করা হয়েছে

কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সায়েম জানান,  সকালে বিদ্যালয়ে যেয়ে দেখি আমার অফিস কক্ষের দরজার তালা কাটা, ভেতরে ঢুকে দেখি স্টিলের আলমারীর দরজা তালা ভেঙ্গে ভেতর থেকে ৮/১০হাজার টাকা লুট হয়েছে

কালিয়াকৈর থানার উপ-পরির্দশক আবু সাঈদ জানান, ওই ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে