• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

কালিয়াকৈরে দশম শ্রেণির শিক্ষার্থী হত্যাকারীদের ফাঁসি দাবি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯  

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালী নরেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নুপুর সরকারকে হত্যা ও শ্রাবনী মালোকে হত্যা চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন হয়েছে।

দুটি স্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী নিহত নুপুর বোয়ালী এলাকার পরিতোষ সরকারের সন্তান এবং আহত শ্রাবনী একই এলাকার দুলাল মালোর সন্তান।

মানববন্ধনে সহপাঠিরা জানায়, নুপুর ও শ্রাবনী গত ১৩ জুলাই ছবি তোলার কথা বলে উপজেলার বড়ইবাড়ি বাজারের উদ্দেশ্যে দুজনে বেড়িয়ে যায়। এরপর থেকে তাদের আর খোঁজ নেই। ওইদিন সন্ধ্যায় ফোনের মাধ্যমে খবর আসে তারা দুজনে ঢাকার বিমানবন্ধর রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে নুপুর ঘটনাস্থলে মারা যায় এবং শ্রাবনীকে মোহাম্মদপুর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। আহত শ্রাবনীর জ্ঞান ফিরলেও এখনও সে কথা বলতে পারছে না।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছে সহপাঠী, স্বজন ও এলাকাবাসীরা। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, নুপুরের পিতা পরিতোষ সরকার।