• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

সাভারে বস্তাবন্দি দুই লাশ উদ্ধার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

বস্তাবন্দি অজ্ঞাত এক নারীসহ সাভারে পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ শনিবার(১ ডিসেম্বর)রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বস্তাবন্দি  অবস্থায় অজ্ঞাত এক নারী ও আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে

সাভার মডেল থানার উপ-পরিদর্শক সুজন বিশ্বাস বলেন, শনিবার সন্ধ্যায় স্থানীয়দের খবরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশারফ হোসেন হলের গেইট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়   

নিহত নারীর গায়ে গোলাপী রংয়ের সালোয়ার কামিজ ও সাদা ওড়না ছিলো লাশটির হাত ও মুখ ঝলসানো ছিলো প্রাথমিক ভাবে পুলিশ  ধারণা করছে  ২/৩  দিন  আগে এই নারীকে শ্বাসরোধ করে হত্যা করে বস্তাবন্দি অবস্থায়  ফেলে  গেছে এ ঘটনায় সাভার মডেল থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে  

অন্যদিকে শনিবার বিকেলে সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকার আবুল কালাম আজাদের বাড়ি থেকে ফিরোজা বেগম নামের (২৩) এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে ুলিশ নিহতের স্বামী আব্দুস সালাম নেত্রকোণার বাসিন্দা বলে  জানিয়েছে পুলিশ  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক বিজন কুমার দাস জানান, বিকেলে ডেন্ডাবর এলাকার ফিরোজা বেগম নামে এক গৃহবধূর লাশ তার কক্ষ থেকে উদ্ধার করা হয় নিহতের গলায় দাগ ছিলো পারিবারিক কলহের জেরে তার স্বামী আব্দুস সালাম তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে