• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

পানিতে ডুবে সাংবাদিকের মৃত্যু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৯  

নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন দেশ টিভির সাবেক মানিকগঞ্জ প্রতিনিধি এবং ঘিওর উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান। গত কাল বুধবার ( অক্টোবর) সন্ধ্যায় নিজের গ্রামের বাড়ি ঘিওর উপজেলার কাহেতারা গ্রামে নৌকায় বেড়ানোর সময় হঠাৎ পানিতে ডুবে মারা যান তিনি।

ওবায়েদুর রহমান ঘিওরের কাতেহার গ্রামের মো. সামেজ উদ্দিনের ছেলে। ওবায়েদুর রহমানের স্ত্রী সখিনা সুলতানা রানু জানান, তিনি দীর্ঘদিন যাবত মৃগি ডায়াবেটিক রোগে ভুগছিলেন। তাদের এক ছেলে দুই মেয়ে রয়েছে।

ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দিপু জানানওবায়েদুর রহমান এক সময় দেশ টিভির জেলা প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি ঘিওর প্রেসক্লাবের বর্তমান কমিটির সহ-সভাপতি ছিলেন। মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় কোনও সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন না।

তিনি আরও জানান, বুধবার সন্ধ্যার দিকে একটি ডিঙ্গি নৌকায় করে তিনি বাড়ি ফেরার পথে নৌকা থেকে পানিতে পড়ে মারা যান। ঘণ্টা খানেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা ওবায়দুরের মরদেহ উদ্ধার করে।

মানিকগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আজাহারুল ইসলাম আরজু জানান, তার অকাল মৃত্যুতে দলের নেতাকর্মীরা শোকাহত। তার মৃত্যুতে দলীয় শোক কর্মসূচি নেওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার সকালে সাড়ে ৮টার দিকে তার নামাজে জানাজা শেষে তার গ্রামের বাড়িতে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।