• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

পাঁচ অবৈধ সিসা কারখানার মেশিন ধ্বংস

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৯  

আশুলিয়ায় অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি সিসা কারখানার মেশিন পুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজাওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা) সরিফুর ইসলাম।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজাওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‘পরিবেশ ছাড়পত্র ছাড়া দীর্ঘদিন ধরে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করে আসছিল কয়েকটি কারখানা। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সন্ধ্যার দিকে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় পাঁচটি অবৈধ কারখানার কাউকে না পেয়ে কারখানাগুলোর মেশিন পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা) সরিফুর ইসলাম বলেন, ‘কারখানাগুলো খোলা আকাশের নিচে কোনো রকম নিয়ম না মেনে অবৈধভাবে তাদের কার্যক্রম চালায়। যা পরিবেশর জন্য অনেক বিপজ্জনক। কারখানাগুলোর আশে পাশের গাছগুলো সব মরে গেছে। এতে বোঝা যায় কারখানাগুলো পরিবেশের জন্য কতটুকু বিপজ্জনক। সেকারণে পাঁচটি কারখানার সবকিছু পুড়িয়ে দেয়া হয়েছে।

অভিযানে আরো ছিলেন- পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলার পরিদর্শক জেসমিন আক্তার, আশুলিায়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার দাসসহ প্রমুখ।