• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

যমুনায় ডাবল লাইনের রেলসেতুর নির্মাণকাজ শুরু জানুয়ারিতে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৯  

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম বলেছেন, রেলের ব্যবস্থাপনার মধ্যে ঘাটতি রয়েছে। আমরা চেষ্টা করছি ভালো ব্যবস্থাপনা করার। যতবেশি তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে পারবো ততবেশি রেলখাত উন্নত করতে পারবো। এতে করে যে অভিযোগগুলো রয়েছে সেগুলোর সমাধান হয়ে যাবে।

 

বুধবার (০২ অক্টোবর) সকালে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রা বিরতিকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।

রেলমন্ত্রী বলেন, আগামী বছরের জানুয়ারিতে যমুনা নদীর ওপরে ডাবল লাইনের বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া বঙ্গবন্ধু সেতুপূর্ব-জয়দেবপুর পর্যন্ত ডাবল রেললাইন হবে। আর এই লাইনের কাজ শেষ হলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগসহ রেলের শিডিউল আর বিপর্যয় হবে না।

যাত্রাবিরতি শেষে পুনরায় জামালপুরের উদ্দেশে রওনা হন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম। এ সময় রেলের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।