• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

পাটুরিয়া রুটে ফেরি-লঞ্চ চলাচলে বিঘ্ন, উভয় পারে যানজট

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৯  

যমুনার পানি আরিচা পয়েন্টে গত ২৪ ঘন্টায় বৃদ্ধি না পেলেও বৃহস্পতিবার বিকেলে তা বিপদসীমার মাত্র ৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে নদীতে অব্যাহত পানি বৃদ্ধি তীব্র স্রোতের কারণে স্পর্শকাতর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি-লঞ্চ, কার্গো নৌকা চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে উভয় ঘাটে পারের অপেক্ষায় আটকে আছে সহস্রাধিক যানবাহন, যার মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

 

পাটুরিয়া ঘাটে যানজট এড়াতে মহাসড়কের উথলী-আরিচা টেপড়া, বরংগাঈল রোডে বিপুল সংখ্যক ট্রাক আটকে রাখা হয়েছে। দুর্গপূজা সাপ্তাহিক ছুটির ফলে বৃহস্পতিবার থেকে এরুটে যানবাহন অতিরিক্ত চাপ পড়েছে। নদীর তীব্র স্রোত ঠেলে কম সংখ্যক ফেরি যোগে যানবাহন পারাপার করায় পাটুরিয়া দৌলতদিয়া প্রান্তে অপেক্ষামান যানবাহনের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া আরিচা-কাজিরহাট রুটে লঞ্চ চলাচলে প্রায় দ্বিগুণ সময় ব্যয় হওয়ায় যাত্রী হয়রানি হচ্ছে।

ফেরি সংস্থার এজিএম জিল্লুর রহমান জানান, বহরের ছোট-বড় ১৪টির মধ্যে /৬টি ফেরি তীব্র স্রোতের বিপরীতে চলতে না পারায় কাংখিত যানবাহন পারাপার সম্ভব হচ্ছে না। এতে উভয় ঘাটে পারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

যানজট দুর্ভোগ লাগবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহন পারাপার করা হচ্ছে।