• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

নাগরপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সহকারি পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯  

পঞ্চমীর ঘট বসার মধ্য দিয়ে শারদীয় দূর্গা উৎসবের আনুষ্ঠিকতা শুরু হয়ে গেছে। আগামী শুক্রবার দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দূর্গা পূজার মূল পর্ব। শারদীয় দূর্গা পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সহকারি পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপঙ্কর ঘোষ। এ সময় সনাতন ধর্মীয় নেতারা পুলিশ সুপারকে  শুভেচ্ছা জানান।

পরে সহকারি পুলিশ সুপার এসময় বিভিন্ন পূজা মন্ডপের পূজারী এবং আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন। তিনি উৎসব পালনে কোন রকম সমস্যা হলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেন। নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ জানান, পূজায় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আমাদের পুলিশের পাশাপাশি র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল দিবে।

পরিদর্শন কালে নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ, উপ-পরিদর্শক সজল খান, ইদ্রিস আলী, নাগরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রামকৃষ্ণ সাহা রামা উপস্থিত ছিলেন।