• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

সখীপুরে চুরি ঠেকাতে রাত জেগে পাহারা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

সখীপুরে চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসী। উপজেলায় সম্প্রতি গরু চোরের উপদ্রব বেড়েছে। উপায়ন্তর না পেয়ে প্রতিমাবংকী গ্রামবাসী রাত জেগে লাঠি, বাঁশি, টর্চলাইট নিয়ে ভোর পর্যন্ত পাহারা দিচ্ছেন।

তাদের অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকায় গৃহপালিত পশু চুরির ঘটনা ঘটছে। এতে নিঃস্ব হচ্ছে অনেক কৃষক ও খামারী। বেড়েছে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের অবাধ বিচরণ। 

পাহারায় নিযুক্ত আজহার আলী ও শামীম আল মামুন আজ সকালে বলেন, মূলত এলাকায় গরু চুরি ঠেকাতে আমরা রাত জেগে পাহারা দিচ্ছি। পাহারায় গ্রামের যুবকদের অন্তর্ভুক্ত করে ছোট ছোট দলে ভাগ করে পাহারা জোরদার করা হয়েছে। এ জন্য থানা ও ইউনিয়ন পরিষদ থেকে অনুমতি নেওয়া হয়েছে।