• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

জাবিতে শুরু হলো ৬ষ্ঠ জাতীয় গণিত অলিম্পিয়াড

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

‘ভাবনা যদি গণিত হয়, গণিত নিয়ে কিসের ভয়!’ এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সায়েন্স ক্লাবের আয়োজনে জাবিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৬ষ্ঠ জাতীয় গণিত অলিম্পিয়াড- ২০১৯’।

শুক্রবার সকাল সাড়ে দশটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. খবির উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি ড. মো. তাজউদ্দিন শিকদারসহ ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

অন্যদিকে আজ প্রথম দিনের অলিম্পিয়াডে ২ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অলিম্পিয়াডের আহ্বায়ক তারেক আজিজ জানান, “মেধার ভিত্তিতে প্রতি ক্লাস থেকে ১০ জন করে মোট ৭০ জন বিজয়ীকে পুরষ্কৃত করা হবে।”

তিনি আরও জানান, ১৯ অক্টোবর অলিম্পিয়াডের ২য় দিনে সায়েন্টিফিক মুভি শো ও ক্ষুদে বিজ্ঞানীদের জন্য টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণ এবং অলিম্পিয়াডের তৃতীয় দিন ২০ অক্টোবর পুরষ্কার বিতরণী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হবে।