• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

মানিকগঞ্জে বন্ধ করা যাচ্ছে না মা ইলিশ নিধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

জেল-জরিমানা করেও বন্ধ করা যাচ্ছে না মা ইলিশ নিধন। প্রতিদিন ও রাতে মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর উপজেলার পদ্মা ও যমুনা নদী থেকে মা ইলিশ শিকার ও বহনের দায়ে জেল জরিমানা করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। 

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলাধীন যমুনা নদীতে অভিযান পরিচালনা করে ৩ জনকে ১০ মণ ইলিশ মাছসহ আটক করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে সবুজ (৩২), জিলাল হোসেন (৪৫) এবং রকিবুল ইসলামকে (৪০) মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  বিল্লাল হোসেন আটককৃতদের সাজা প্রদান করেন।

অভিযানের সময় প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ১০ মণ ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল  ধ্বংস করা হয়েছে। আর ১০টি মাছ ধরার ট্রলার ডুবিয়ে দেওয়া হয়েছে। জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেনকে অভিযানে সহযোগিতা করেন শিবালয় উপজেলা মৎস্য অফিসার আতিয়ার হোসেন, শিবালয় থানার পরিদর্শক (তদন্ত)  নজরুল ইসলাম ও জেলা ডিবির পরিদর্শক আশীষ কুমার সান্নাল।