• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বিক্ষোভের ডাক দিয়েছে তাবলীগ জামাত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৮  

টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলীগের সাথী ও মাদরাসার ছাত্র-শিক্ষকদের পর  অতর্কিত হামলার বিচারসহ ৬ দফা দাবিতে বুধবার (৫ ডিসেম্বর) টঙ্গী প্রেস  ক্লাবে উলামা  মাশায়েখদের সংবাদ সম্মেলন হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি মুহাম্মদ আবু বকর কাসেমী। তিনি শুক্রবার টঙ্গীর সব মসজিদগুলো থেকে বাদ জুম্মা এক বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

 লিখিত বক্তব্যে মুফতি মুহাম্মদ আবু বকর কাসেমী বলেন, শনিবার ইজতেমা মাঠে তাবলীগের সাথী ও মাদরাসার ছাত্রদের উপর মাওলানা সা’দ অনুসারী বাংলাদেশের ওয়াসিফুল ইসলাম ও নাসিমগং এর কর্মীরা ইজতেমার ময়দানের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে হতাহতের ঘটনা ঘটায়।

সংবাদ সম্মেলনে যোবায়ের অনুসারী স্থানীয় আলেম মুফতী মাসুদুল করিম বলেন, সা’দ পন্থীরা বিনা উস্কানিতে ওই দিন যোবায়ের পন্থীদের উপর ঝাপিয়ে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটায়।

এ সময় তারা ছয় দফা দাবি পেশ করেন। তাদের দাবিসমূহ হলো-এ হামলার নির্দেশদাতা ওয়াসিফুল ইসলাম ও সাহাবুদ্দিন নাসিমসহ টঙ্গী ও উত্তরা থেকে নেতৃত্বদানকারী এবং হামলার সঙ্গে জড়িত সকলকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। আহত-নিহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

টঙ্গীর বিশ্ব ইজতেমার ১ম ধাপ পূর্ব ঘোষিত ১৮, ১৯ ও ২০ জানুয়ারী ২০১৯ইং এবং ২য় ধাপ ২৫, ২৬ ও ২৭ জানুয়ারী ২০১৯ইং তারিখেই হবে।

উক্ত দাবিতে ৭ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা টঙ্গীর সব মসজিদ ও এলাকা থেকে তৌহিদী জনতার অংশগ্রহণে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়া হয়। তবে দাবি বাস্তবায়নে কালক্ষেপণ হলে পরবর্তীতে আরো কর্মসূচি দেয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাওলানা জাকির হোসাইন, মুফতী মাসউদুল করীম, মাওলানা ইউনুস শাহেদী, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতী মুহাম্মদ আবু বকর কাসেমী, আব্দুস সাত্তারসহ প্রমুখ।