• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

প্রধান শিক্ষকের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

গতকাল মঙ্গলবার ঢাকার ধামরাইয়ের যাদবপুর ভুবন মোহন (বিএম) স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আলী হায়দারের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ কেলেঙ্কারি, নারী শিক্ষকের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশে তার দৃষ্টান্তমূলক বিচার ও কঠোর শাস্তি দাবি করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রধান শিক্ষক মো. আলী হায়দারের বাড়ি ভোলা জেলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন সদরে। তিনি ব্যাপক হারে নারী ও প্রতিষ্ঠানের অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকায় প্রতিষ্ঠানের মানসম্মান ক্ষুন্ন হয়ে পড়েছে। 

এর আগে সিলেটের চারিকাটা হাইস্কুলের ১২ লাখ ৬০ হাজার টাকা তছরূপ করার অভিযোগে জৈন্তাপুর থানায় তার নামে অর্থ কেলেঙ্কারির মামলা হয়। প্রধান শিক্ষক মো. আলী হায়দার বলেন, একটি মহল আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি কোনো নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত নই। এ ছাড়া আমি যোগদানের পর দুটি নতুন ভবন নির্মাণ করেছি। তাতে কেউ আর্থিকভাবে সুবিধা না পাওয়ায় আমার বিরুদ্ধে সিন্ডিকেট করেছে।