• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বিলবোর্ডে ঢাকা শহীদ স্মৃতিফলক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি রক্ষার্থে মানিকগঞ্জে নির্মিত ‘অদম্য ৭১’ বিজয়ের মাসেও বিলবোর্ডে ঢাকা পড়ে আছে। গত ২৭ জুলাই অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাগানো ওই বিলবোর্ড চার মাসেও সরানো হয়নি। বিলবোর্ডে ঢাকা থাকায় স্মৃতিফলকটি নির্মাণের উদ্দেশ্যও ব্যাহত হচ্ছে।

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে ২০১৬ সালে ‘অদম্য ৭১’ নামে একটি স্মৃতিফলক নির্মিত হয়। তৎকালীন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের উদ্যোগে এটি নির্মিত হয়। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পাশেই নির্মিত হয়েছে ফলকটি। 
মানিকগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম বলেন, মাঝেমধ্যে ওই স্মৃতিফলক বিভিন্ন বিলবোর্ড দিয়ে ঢেকে দেওয়া হয়। এর আগেও বহুবার বিলবোর্ড অপসারণ করা হয়েছে। বিজয়ের মাসে আবারও অবৈধ বিলবোর্ড অপসারণ করা হবে।