• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ইট ভাটায় অমানবিক শিশুশ্রম

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউপি চেয়ারম্যানের ইট ভাটাসহ উপজেলার বিভিন্ন ভাটায় চলছে অমানবিক শিশুশ্রম। সংশ্লিষ্টদের দাবি অল্পমূল্যে এসব কম বয়সী শ্রমিক পাওয়া যায় বলে ভাটা মালিকরা তাদের ব্যবহার করছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সূত্রাপুর এলাকায় এমএসবি ও ডিবিএম ভাটায় অসংখ্য অল্প বয়সী (১০-১২) শিশু শ্রমিক পরিশ্রমের কাজ করছে। শ্রম আইন অনুযায়ী শিশু শ্রমের নিষেধাজ্ঞা থাকলেও আইন অমান্য করছে ভাটা মালিক কর্তৃপক্ষ।

স্থানীয় লোকজন জানায়, এমএসবি ভাটার মালিক স্থানীয় প্রভাবশালী ইউপি চেয়ারম্যান বজলুর রহমান। উক্ত ভাটায় নেই কোনো ছাড়পত্র। এ ছাড়াও পাওয়ার  প্ল্যান্ট ৩শ মিটারের মধ্যে অবস্থিত হওয়ায় তাও রয়েছে ঝুঁকিপূর্ণ।  

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বজলুর রহমান  করে বলেন, এরকম শিশুশ্রম একটু হয়েই থাকে। চেয়ারম্যান হিসেবে একটু ছাড় দিতে হবে, আমি পরে আপনাদের বিষয়টি দেখবো। 

এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, কাউকেই ছাড় দেওয়া হবে না, অভিযোগ প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।