• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

কালিয়াকৈরে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

গাজীপুরের কালিয়াকৈরে এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।  বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার বড়ইতলী এলাকার নির্মাণাধীন একটি পরিত্যক্ত ঘর থেকে মাদক সেবনের সময় তাকে আটক করা হয়। 

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- কালিয়াকৈর উপজেলার বাজহিজলতলী এলাকার আছির উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৫)। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক জানান, কালিয়াকৈর উপজেলার বড়ইতলী এলাকার নির্মাণাধীন একটি পরিত্যক্ত ঘরে বসে নেশা করছিলেন রুবেল। এ সময় টের পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৮ প্রকার ঘুমের ওষুধ পাওয়া যায়। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানসহ ১শ টাকা অর্থদণ্ড করা হয়।