• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

টঙ্গীতে ৮ লাখ টাকা ছিনতাই রুখে দিয়েছে জনতা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

বুধবার দুপুরে টঙ্গী কাদেরিয়া গেট এলাকায় ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা স্থানীয় জনতা রুখে দিয়েছে। এ ঘটনায় ছিনতাই হয়ে যাওয়া ৮ লাখ টাকাসহ ২ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, রবিন (৩৫) ও ইউসুফ (৩৮)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আলেয়া বেগম ও তার ভাই সেলিম মিয়া টঙ্গীর মিলগেট সোনালী ব্যাংক থেকে ডিপিএসের ৮ লাখ টাকা উত্তোলন করে রিক্সাযোগে টঙ্গীর চেরাগআলীর বাসায় যাওয়ার পথে রবিন ও ইউসুফ মিয়া নামের দুই ছিনতাইকারী তাদের কাছে থাকা ৮ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাতে থাকে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে টাকার ব্যাগসহ আটক করে ফেলে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই মানিক মাহমুদ ঘটনাস্থলে এসে ২ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়।

 ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার ব্রীজ থেকে গাজীপুরা পর্যন্ত ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। শুক্রবার রাতে একই স্থানে অপর এক ছিনতাইয়ের ঘটনায় টঙ্গীর মিলগেট কোঅপারেটিভ মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু সাকের আহমেদ ও কোষাধ্যক্ষ বেলাল হোসেন ভূঁইয়ার নগদ দেড় লাখ টাকা, ৩টি মোবাইল সেটসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনতাইয় হয়। কাদেরিয়া গেইট এলাকা থেকে তারা ছিনতাই করেছিলেন বলে স্বীকার করে।