• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

টঙ্গীতে ৫৫তম বিশ্ব ইজতেমার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

টঙ্গীতে ৫৫তম বিশ্ব ইজতেমা উপলক্ষে আইনশৃংখলা বিষয়ক শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ইজতেমা ময়দানে এ মতবিনিময় সভার  আয়োজন করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন র‌্যাব-১ এর সিইও লে. কর্ণেল সারওয়ার-বিন-কাশেম, ঢাকা রেঞ্জের পুলিশ সুপার নাবিলা জাফরিন রিনা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম আজাদ মিয়া, র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, ফায়ার সার্ভিস গাজীপুর-২ জোনের উপ-সহকারী পরিচালক মানিকুজ্জামান, ইজতেমা ময়দানের জিম্মাদার প্রকৌশলী মেজবাহ উদ্দিন খন্দকার, মাহফুজুর রহমান, প্রকৌশলী নূর মোহাম্মদ, টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার আহসানুল হক, টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক, পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন, টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমানসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বিশ্ব ইজতেমাকে সুষ্ঠু ও সুন্দর ভাবে পালন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 
আগামী ১০জানুয়ারি থেকে শুরু ১২ জানুয়ারি শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। এরপর ১৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে।