• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

সাটুরিয়ায় দুই ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

মানিকগঞ্জের সাটুরিয়ায় উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। এ সময় দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় তমা ব্রিক্সস ও মানিকগঞ্জ ব্রিক্সস নামের দুটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। দুই ভাটা মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দূষণরোধে এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক খালেদ হাসান, সাটুরিয়ার ইউএনও আশরাফুল আলম, থানার ওসি মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।