• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

মানিকগঞ্জের দৌলতপুরে সপ্তাহব্যাপী বাউল উৎসব শুরু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

মানিকগঞ্জের দৌলতপুরে শুরু হয়েছে ৬৭তম বাউল মেলা ও বাউল গানের উৎসব। সপ্তাহব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের বাউল শিল্পীরা। প্রতিদিন বিকেল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে এ আয়োজন।

 চলছে বাউলগান, যে সুরে মন্ত্রমুগ্ধ উপস্থিত শ্রোতারা। মানিকগঞ্জের নাটুয়াবাড়ি গ্রামের আরশেদ আলী পাগলের স্মরণে শুরু হয়েছে ৬৭তম এই বাউল মেলা ও বাউল উৎসব। বিকেলে শুরু হয়ে গানের আসর চলে রাতভর। একে একে পালা করে নিজেদের গান পরিবেশন করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা।

শিল্পীরা বলছেন, বাউল গান ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে এক আত্মার বন্ধন তৈরি করে ও জাগ্রত করে স্রষ্টার প্রতি প্রেম। বাউল সুরেই শুধু নয়, বাউল মেলা ঘিরেও ছিলো কোলাহল। যেখানে নানা রঙের দেশীয় লোকজ পন্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

বাউল মেলা ও বাউল গান আয়োজক কমিটির সভাপতি জানান, গ্রাম বাংলার এমন ঐতিহ্য টিকিয়ে রাখবার পাশাপাশি সংস্কৃতি বিকাশের লক্ষ্যেই এই উৎসব। সপ্তাহব্যাপী এ বাউল গান ও বাউল মেলা চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।