• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

সাভারে পাঁচ ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

সাভারে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচ ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের গেন্ডা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ওই অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম।

মাকসুদুল ইসলাম জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে। সম্প্রতি হাইকোর্ট থেকেও একটি নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে আগামী ১৫ দিনের মধ্যে সব অবৈধ ইটভাটা বন্ধ করে দিতে হবে। তারই ধারাবাহিকতায় গেন্ডা এলাকা অভিযান চালিয়ে অবৈধ পাঁচ ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা করাসহ তাদের চুল্লি ভেঙে দিয়ে ইট তৈরির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অধিদপ্তরটির সহকারী পরিচালক মো. সরিফুল ইসলাম জানান, অভিযানে ওই এলাকার তৃষা ব্রিকস, মাসুম ব্রিকস, কর্ণফুলি ব্রিকস, মধুমতি ব্রিকসকে পাঁচ লাখ করে ২০ লাখ এবং চান মিয়া ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।