• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বনভোজনের ট্রলার ডুবে কলেজছাত্র নিখোঁজ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে বনভোজনের ট্রলার ডুবে এক কলেজছাত্র নিখোঁজ রয়েছেন। একটি বালুবাহী বলগেট ধাক্কা দিলে বনভোজনের নৌকাটি ডুবে যায়। এই ঘটনায় আরো দু’জন গুরুতর আহত হয়েছেন। 

 বৃহস্পতিবার দুপুরে পদ্মা নদীর বয়ড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ কলেজছাত্রের নাম রনি বিশ্বাস (২৬)। তিনি সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র ও উপজেলার চালা ইউনিয়নের দিয়াবাড়ি হাসমিলান গ্রামের কাদের বিশ্বাসের ছেলে। আহত দু’জন হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান ও মনির হোসেন।

ফায়ার সার্ভিস ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে নিখোঁজ কলেজছাত্র রনি বিশ্বাস, আহত মাসুদুর রহমান ও মনির হোসেনসহ স্থানীয় ৯ জন তরুণ উপজেলার বয়ড়ার চরে বনভোজনের আয়োজন করেন। সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পদ্মার নদীর আন্ধারমানিক খেয়া ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে বয়ড়া চরের উদ্দেশ্যে রওয়না হন। পথিমধ্যে বালুবাহী একটি বলগেট ধাক্কা দিলে তাদের ট্রলারটি ডুবে যায়। এতে অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও কলেজছাত্র রনি বিশ্বাস নিখোঁজ হন।

খবর পেয়ে পাটুরিয়া ঘাটের ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। বিকাল ৩টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে রনি ও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করতে পারেননি।

পাটুরিয়া ঘাট ফায়ার সার্ভিসের সাব-অফিসার সাবজেল হোসেন বলেন, খবর পেয়ে উদ্ধার অভিযান চালানো হয়। তিন ঘণ্টা চেষ্টার পরও ট্রলার ও নিখোঁজ ছাত্রের সন্ধান পাওয়া যায়নি। বিকাল ৩টায় অভিযান শেষ করা হয়। আগামীকাল আবার উদ্ধার অভিযান চালানো হবে।