• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

খন্দকার আবদুল বাতেনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

টাঙ্গাইলের নাগরপুরে প্রয়াত সংসদ সদস্য মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেন এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

শুক্রবার উপজেলা মিলনায়তনে বিকেলে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

 তিনি বলেন, এ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। এ বছর ১৭ মার্চ আমরা পালন করবো জাতির জনকের জন্মশতবার্ষিকী। আমরা যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, বঙ্গবন্ধুর চেতনাকে বুকে ধারন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলবো। 

খন্দকার আব্দুল বাতেন ছিলেন মাটি ও মানুষের নেতা। তিনি বেঁচে থাকবেন তার কাজের মাধ্যমে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড. মুলতান উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  টাংগাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু লক্ষীকান্ত সাহা, নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির,  মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সালাম, সাংবাদিক খন্দকার আছাব মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,  মুক্তিযোদ্ধা , ইউপি চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী সহ ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।