• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

প্রশ্ন ফাঁসের প্রস্তাব দিয়ে যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২০  

আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস করার প্রস্তাব দিয়ে ফেসবুকে তৎপরতা চালাচ্ছিলেন সোহেল হোসেন আমান (২০) নামের যুবক। পুলিশ শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর বাসন থানার ইটাহাটা থেকে তাকে গ্রেপ্তার করেছে।

সূত্র জানায়, সোহেল হোসেন আমান গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার বাড়ি বগুড়ার ধুনট থানার এলাঙ্গী গ্রামে। পিতার না, মো. শহীদুল হক। ‘নাহিয়ান সানভি’ নামের একটি ফেসবুক আইডি থেকে আমান মাধ্যমিক ও দাখিল পরীক্ষার সকল বোর্ডের প্রশ্নপত্র আগাম সরবরাহের প্রস্তাবনা দিয়ে আসছিলেন। আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হওয়া এসব পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিশ্রুতিতে তিনি মোবাইল নম্বর ও বিকাশ একাউন্ট নম্বর দিয়ে আগ্রহীদের যোগাযোগ করতে বলেন। পুলিশ নানাভাবে যাচাইয়ের পর অনেকটা ফাঁদ পেতে আমানকে গ্রেপ্তার করে। শুক্রবার রাতে ইটহাটা এলাকার মিলন হোসেন ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাসন থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী জানান, আমান জিজ্ঞাসাবাদে ‘নাহিয়ান সানভি’ নামের ফেসবুক আইডি ব্যবহারের কথা স্বীকার করেছেন। নিজেই প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত পোষ্ট দিয়েছেন বলে জানান। প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়াই ছিল তার মূল উদ্দেশ্য। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

শনিবার দুপুরে সোহেল হোসেন আমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।