• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

কালিয়াকৈরে প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২০  

কালিয়াকৈর উপজেলার শিমুলিয়া নামক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ফুলবাড়িয়া ফাঁড়ি পুলিশ। শুক্রবার রাতে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের শিমুলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অপর দুই ডাকাত পালিয়ে যায়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় কয়েকটি দেশি অস্ত্র।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার নামাশুলাই এলাকার জসিম উদ্দিনের ছেলে তায়েব ইবনে জিহাদ, শিমুলিয়া এলাকার আব্দুর মজিদের ছেলে শাকিল, জানের চালা এলাকার সোহরাব হোসেনের ছেলে রেজোয়ান আহম্মেদ রিফাত।

কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের পাইকপাড়া, শিমুলিয়া, হবুয়ারচালাসহ বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে ডাকাতি করছিলো দলের সদস্যরা। ডাকাতি  রোধে এলাকাবাসী প্রতি রাতে দলবেঁধে পাহারা দিচ্ছে। 

শুক্রবার রাতে একদল ডাকাত সড়কের শিমুলিয়া এলাকায় বনের ভেতর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। ফুলবাড়িয়া ক্যাম্পের পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তায়েব ইবনে জিহাদ, শাকিল ও রেজোয়ান আহম্মেদ রিফাত নামে তিন ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় জয়দেব ও রিহান পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাপাতি, রাম দা ও করাত উদ্ধার করা হয়।

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সালাম এ বিষয়ে গতকাল শনিবার দুপুরে জানান, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।