• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

সাটুরিয়ায় আগুনে পুড়লো ১১ ঘর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২০  

মানিকগঞ্জের সাটুরিয়ায় আগুন লেগে চার পরিবারের ১১টি ঘরসহ জুয়েল রানা নামে এক দাখিল পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বালিয়াটী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই দাখিল পরীক্ষার্থীকে বিকল্পভাবে পরীক্ষার দেবার সব ব্যবস্থা নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

ইউএনও আশরাফুল আলম জানান, বিকেলে ওই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে চার পরিবারের ১১টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে জুয়েল নামে এক দাখিল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রও পুড়ে গেছে। আগামীকাল যেহেতু বোর্ড পরীক্ষা, সেজন্য ওই পরীক্ষার্থীর জন্য নতুন বই, জামা-কাপড়সহ বিকল্পভাবে একটি প্রবেশপত্রের ব্যবস্থা করা হয়েছে। 

এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ কেজি করে চাল ও তিনটি করে কম্বলের ব্যবস্থাও করা হয়েছে বলেও জানান তিনি।