• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

সাভারে পৃথক অভিযানে মাদকসহ ৩ কারবারি আটক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২০  

সাভার ও আশুলিয়ায় পৃথক দুটি অভিযানে ৫৮৫ পিস ইয়াবা ও ৪৬ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। 

রবিবার (২ ফেব্রুয়ারি) সাভারের বলিয়ারপুর ও আশুলিয়ার পাগলা মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন র‌্যাব-৪-এর উপপরিচালক কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তাফা। 

আটককৃতরা হলো- পাবনার সাথিয়া উপজেলার মো. শাহাজাহান আলীর ছেলে মো. ফারুক হোসেন (৪০), দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চকমুশা এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৪) ও একই এলাকার মো. আয়ুব আলীর ছেলে মো. শরিফুল ইসলাম (৩৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৮৫ পিস ইয়াবা ও একটি মোবাইলসহ মো. ফারুক হোসেন (৪০) নামে একজনকে আটক করা হয়। 

একই দিন বিকালে সাভারের আশুলিয়ার কাশিমপুর পূর্ব শ্রীপুরগামী পাকা রাস্তা সংলগ্ন পাগলা মার্কেটে দিনাজপুর লন্ড্রি দোকানের সামনে থেকে আরেক অভিযানে ৪৬ বোতল ফেনসিডিল ও দুইটি মোবাইলসহ মো. রফিকুল ইসলাম (৩৪) ও মো. শরিফুল ইসলাম (৩৩) নামে দুইজনকে আটক করা হয়। 

আটককৃতরা সবাই স্থানীয় বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে ইয়াবা ও ফেনসিডিল খুচরা বিক্রি করত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে র‌্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে।