• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ধামরাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

দুই কোটি টাকা খরচ করেও ক্যান্সারে আক্রান্ত ছেলে আবীর হোসেনকে বাঁচাতে পারেননি ধামরাইয়ের মঙ্গলবাড়ি গ্রামের শিশু বিশেষজ্ঞ ডা. মো. শাজাহান মিয়া। মৃত্যুর এক বছর পর রোববার আবীর হোসেনের ২৫তম জন্মদিন উপলক্ষে নিজ বাড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজন করেন ডা. শাজাহান মিয়া। এতে তিনিসহ গণস্বাস্থ্য হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক আহমেদ, সূর্যকান্ত ভৌমিকসহ চার চিকিৎসক সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাই ও মির্জাপুর উপজেলার প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেন। বিনামূল্যের এই চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধন করেন বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান বিএম মাসুদ রানা।

শিশু বিশেষজ্ঞ ডা. শাজাহান মিয়া বলেন, দুই কোটি টাকা খরচ করেও ক্যান্সারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে পারিনি। রোববার ছেলের জন্মদিন উপলক্ষে শিশু, বৃদ্ধসহ প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিই। প্রতিবছর ছেলের জন্মদিনে আমি এমন কার্যক্রম চালাব।