• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ভাড়া বাসা থেকে নতুন ঘরে উঠা হলো না মুক্তিযোদ্ধার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

মুক্তিযোদ্ধা আবদুর রউফের ঘর নেই এমন খবর শুনতে প্রস্তুত ছিলেন না গাজীপুরের ডিসি এস এম তরিকুল ইসলাম। খবরটি শোনামাত্রই পাঁচ শতক জমির ওপর একটি ঘর নির্মাণ করে সম্প্রতি মুক্তিযোদ্ধার হাতে চাবি হস্তান্তর করেন তিনি। তবে সেই নতুন করে উঠার আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন এ মুক্তিযোদ্ধা। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বড় মেয়ে রিজভী আক্তার।

তিনি বলেন, সিলেট যাওয়ার জন্য গাজীপুর শহরের ভাড়া বাসা থেকে শনিবার সন্ধ্যায় বের হন বাবা। রাত সাড়ে ৮টায় শহরের একটি রেস্টুরেন্টে চা পানের সময় হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিক তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার  পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

রিজভী আক্তার আরো বলেন, সিলেট থেকে ফিরে সরকারের দেয়া বাড়িতে সপরিবারে উঠার কথা ছিলো। রোববার রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গাজীপুর শহরের মুন্সীপাড়ার একটি কবরস্থানে দাফন করা হয়েছে। 

ডিসি এস এম তরিকুল ইসলাম বলেন, আগামী সপ্তাহে নতুন বাড়িতে উঠার কথা ছিলো মুক্তিযোদ্ধা আবদুর রউফের। দীর্ঘদিন ভাড়া বাড়ি থেকে নিজের বাড়িতে উঠার আশা তার মনে আনন্দ দিয়েছিলো। তবে তার এভাবে চলে যাওয়া হৃদয়বিদারক। তার দুটি মেয়ে লেখাপড়া করছেন। ডিসি কার্যালয়ের সহায়তা তাদের চাকরির ব্যবস্থা করা হবে।