• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

গাজীপুরে সতীন হত্যা, নারী গ্রেপ্তার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

গাজীপুর সিটি কর্পোরেশনের পুর্বচান্দনা এলাকায় সোমবার দুপুরে সতীনকে ডেকে এনে গলাটিপে হত্যার অভিযোগে উঠেছে। পুলিশ অপর সতীনকে গ্রেপ্তার করেছে।

নিহতের নাম রোজিনা খাতুন (৩৫)। তার গ্রামের বাড়ি শেরপুরের সদর উপজেলার দশানীবাজার এলাকায়। গ্রেপ্তার সতীনের নাম সাথী আক্তার (২৪)। তার গ্রামের বাড়ির কুড়িগ্রামের রাজীবপুর থানার নয়ারচর পাড়া গ্রামে।

সদর থানার এসআই মো. ফিরোজ উদ্দিন জানান, দুই সতীনের স্বামী হবিবুর রহমান ঢাকার উত্তরা এলাকায় রিকশা চালান। দ্বিতীয় স্ত্রী সাথী গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্বচান্দনা এলাকায় তার ভাইয়ের বাসায় থাকে। প্রথম স্ত্রী রোজিনা গ্রামের বাড়িতে বসবাস করতেন। রোজিনার বাবা-মাসহ স্বজনরা পূর্বচন্দনা এলাকায় বসবাস করেন। রোজিনা সম্প্রতি সেখানে বেড়াতে আসে। 

এ খবর পেয়ে সাথী ফোন করে রোজিনাকে তার ভাইয়ের বাড়িতে ডেকে আনে। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি বাধে। তথন সাথী রোজিনার গলা চেপে ধরে। এতে রোজিনার মৃত্যু হয়। আশপাশের লোকজন এসে রোজিনাকে মৃত দেখতে পেয়ে সাথীকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

এসআই ফিরোহ উদ্দিন জানান, রোজিনার গলায় দাগ রয়েছে। সাথীকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।