• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

প্রথমদিনে অনুপস্থিত ১৭ জন পরীক্ষার্থী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।  এবার উপজেলার আটটি ভেন্যুতে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল থেকে ২৮১৯ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছে। কিন্তু পরীক্ষার প্রথম দিনেই ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর নাগরপুর উপজেলা থেকে এসএসসিতে ২১৭৪ জন, ভোকেশনালে ২৯১ জন ও মাদ্রাসা থেকে ৩৫৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। কিন্তু প্রথম দিনের পরীক্ষায় এসএসসিতে ০৭ জন, ভোকেশনালে ০৩ জন ও মাদ্রাসায় ০৭ জন সহ মোট ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত রয়েছে। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর উপজেলার বেশ কয়েকটি পরীক্ষা ভেন্যু পরিদর্শন করেছেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম সাংবাদিকদের বলেন, পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।