• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ঝুট ব্যবসা নিয়ে টঙ্গীতে সংঘর্ষে যুবক নিহত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ছয় জন

কাঁঠালদিয়া এলাকায় বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) এ সংঘর্ষ হয় বলে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জানান

নিহত শিমুল চৌধুরী শুভ (২৭) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর রমিজ উদ্দিন গ্রামের বাসিন্দা জাহেদ চৌধুরী ওরফে গাওহার চৌধুরীর ছেলে

আহতদের মধ্যে পাভেল ও রুবেলকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বাকিদের প্রাথমিক চিকিসা দেওয়া হয়েছে গাজীপুর জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আফজাল হোসেন বলেন, ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সেলিম ও তার ভাই মামুনদের সঙ্গে মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামের স্থানীয় বিভিন্ন মিল-কলকারখানার ঝুট ও পরিত্যক্ত মালামাল এবং ন্যাশনাল পলিমার কারখানার ড্রাম উত্তোলনকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল

“বুধবার সন্ধ্যায় শিমুল, পাভেল ও রুবেলসহ ১৫/২০ জন পিকআপ নিয়ে কাঠালদিয়া এলাকায় পৌঁছলে সাবেক কাউন্সিলল মো. সেলিমের ভাই মো. মামুন ও তার লোকজন তাদের উপর লাঠিসোটা ও দেশি অস্ত্র দিয়ে হামলা চালায়

এতে শিমুল, পাভেল ও রুবেলসহ কয়েকজন আহত হন বলে জানান তিনি

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় পরে রাত দেড়টার দিকে ঢাকার ট্রমা সেন্টারে চিকিৎসাধীণ অবস্থায় শুভ মারা যান বলে

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মামুন সাংবাদিকদের বলেন, “আমি ও আমার ভাই ওই ঘটনার সাথে জড়িত নই আমাকে ফাঁসানোর জন্য সাইফুল ও তার লোকজন মিথ্যা অভিযোগ করছেন

এ বিষয়ে মহানগর যুবলীগের এক নম্বর যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম বলেন, “ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রমিকসহ শিমুল চৌধুরী, পাভেল, রুবেলসহ ১৫/২০ জন আমার বাসায় আসার সময় সেলিম মিয়ার লোকজন তাদের উপর অতর্কিতে হামলা করে

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক বলেন, ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সেলিম ও সাইফুল ইসলামদের মধ্যে এলাকার আধিপত্য ও পারিবারিক বিরোধের জেরে ওই হামলার ঘটনা ঘটেছে এতে শিমুল নামে একজন মারা গেছে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বৃহস্পতিবার রাতেও ওই ঘটনায় মামলা দায়ের কিংবা কেউ আটক হয়নি