• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

সিংগাইরে নদীর মাটির অবৈধ ব্যবসা, হুমকির মুখে কাংশা ব্রিজ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯  

সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের কাংশা গ্রামের ধলেশ্বরী নদীর ওপর ব্রিজের পূর্ব পাশ থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভাবশালী মহল। ভেক্যু দিয়ে এসব মাটি কেটে ট্রলিতে ভরে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ফলে আগামী বর্ষা মওসুমে ব্রিজটি হুমকির মুখে পড়তে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। সংশ্লিষ্ট প্রশাসনকে স্থানীয় বাসিন্দারদের পক্ষে থেকে বিভিন্ন সময় মাটি বিক্রির ব্যাপারে জানিয়েও কোন ফল পাননি তারা অভিযোগ করেন।  

সরেজমিনে দেখা গেছেধলেশ্বরী নদীর কাংশা ব্রিজের নিচ থেকে এলাকার চিহ্নিত প্রভাবশালীরা মাটি কেটে ট্রলিতে ভরে আশ-পাশের বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করছে। এসব অবৈধ ট্রলি অবাধে চলাচল করায় রাস্তার ক্ষতি হচ্ছে। তাছাড়া ধুলা-বালুর জন্য পথচারীরাও চলাচল করতে পারছেন না। এলাকাবাসীর অভিযোগ,  প্রভাবশালী চক্রটি দীর্ঘদিন ধরে অবাধে ব্রিজ সংলগ্ন নদী থেকে মাটি বিক্রি করে  দেদারছে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে সামনে বর্ষা মওসুমে কাংশা ব্রিজটি হুমকির মুখে পড়ার আশংকা রয়েছে ।

মাটি কাটার সত্যতা স্বীকার করে তালেবপুর ইউনিয়ন (ভূমি) সহকারি কর্মকর্তা আবুল কালাম আজাদ মোবাইল ফোনে বলেন, প্রায় বছর খানেক সময় ধরে আমরা মাটি কাটা বাধা দিয়ে আসছি। তার পরেও মাঝে -মধ্যে  চক্রটি মাটি কেটে নিচ্ছে। এসিল্যান্ড স্যারের নির্দেশে আমি মাটি কাটা বন্ধের উদ্দেশ্যে আমি ঘটনাস্থলে যাচ্ছি। প্রয়োজনে জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন বলেও তিনি জানান।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হামিদুর রহমানকে  বিষয়টি জানালে তিনি তাৎক্ষনিক ভাবে স্থানীয় তহশিলদারকে মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।