• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আশুলিয়ায় রাস্তায় গাছ ফেলে গণডাকাতি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০১৯  

আশুলিয়ায় রাস্তায় গাছ ফেলে চলন্ত প্রাইভেটকার, ট্রাক ক্যাভার্ডভ্যানে গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিতে বাধা দেয়ায় পাঁচজনকে পিটিয়ে আহত করেছে ডাকাতরা। বৃহস্পতিবার ( ফেব্রুয়ারি) ভোররাতে বিশমাইল জিরোবো সড়কের কুটুরিয়া বাসস্ট্যান্ডের কাছে ডাকাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে ওই সড়কের পাশের একটি বড় গাছ কেটে রাস্তায় ফেলে ১০-১২ সদস্যের একটি ডাকাত দল। ডাকাতরা ধারালো অস্ত্র নিয়ে সড়কে চলাচলরত প্রাইভেটকার, ট্রাক, ক্যাভার্ড ভ্যান অটোরিকশা থামিয়ে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ফোন স্বর্ণালঙ্কার লুটপাট করে নেয়।

সময় ডাকাতদের বাধা দিলে তারা গাড়িচালকসহ পাঁচজনকে পিটিয়ে আহত করে। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা সড়ক থেকে গাছগুলো সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। স্থানীয় গাড়িচালকরা জানান, জিরাবো কুটরিয়া সড়কে প্রায় রাতেই ডাকাতির ঘটনা ঘটে।