• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

নাগরপুরে ভিটামিন `এ` প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৯  

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় ভিটামিন '' প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার ( ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. রোকনুজ্জামান জানান, থেকে ১১ মাস বয়সী হাজার ৯৪০ জন শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন '' ক্যাপসুল এবং থেকে ৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৯০০ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন '' ক্যাপসুল খাওয়ানের লক্ষ্যমাত্রা নিয়ে উপজেলার ১২টি ইউনিয়নে ২৮৯টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। ১৪৫ জন সুপারভাইজারের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে দুজন করে স্বেচ্ছাসেবক ভিটামিন '' ক্যাপসুল খাওয়ানোর কাজ করছেন।

জানা যায়, সারাদেশে চলমান ভিটামিন '' প্লাস ক্যাম্পেইনে ভারতীয় নয় দেশীয় কোম্পানির উৎপাদিত ভিটামিন '' ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। কোনো একটি শিশুও যেনো ভিটামিন '' ক্যাপসুল খেয়ে অসুস্থ না হয় সেজন্য শিশুর প্রকৃত বয়স জেনে তাকে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

সকালে ভিটামিন '' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, জেলা . লীগের সহসভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরত আলী ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহীদুল ইসলাম প্রমুখ।